
চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোজাহের উদ্দিন রাজিবকে (৩৩) একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়বকুণ্ডের শুকলালহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাহের উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোজাহের উদ্দিনের নামে ২০১৬ সালের ১১ জুলাই সীতাকুণ্ড থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা একটি হয়েছিল। সে মামলায় পলাতক থাকা অবস্থায় ১৭ জুলাই ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় কাউন্টার টেরিরিজম ইউনিট তাকে অন্যান্য জঙ্গিদের সাথে গ্রেফতার করে। এরপর দীর্ঘ সময় সাজা ভোগ করে গত ৫ মাস আগে জামিনে মুক্ত হয়ে বাইরে আসে। সীতাকুণ্ডে ফিরে সে আত্মগোপনে চলে যায়। সেইসঙ্গে সংগঠনের জন্য অর্থ সংগ্রহে নানান অপরাধে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে নজরদারির পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকলালহাট এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেফতার মোজাহের একজন দুর্ধর্ষ জঙ্গি। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আগে তিনটি মামলা, ঢাকায় একটি এবং রাজশাহীর পুটিয়া থানায় মোট পাঁচটি অস্ত্র, সন্ত্রাসবিরোধী ও মাদক আইনে মামলা আছে। সম্প্রতি জামিন পেয়ে সে এলাকায় আসে। সে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এআই