
প্রতীকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ে পুকুরের পানিতে ডুবে মো. মিরাজ নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের উত্তর পাশে আকম আলি টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিরাজ পাইন্দং আরবিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মো. মোরশেদ আলীর একমাত্র ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। হঠাৎ করে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। শিশুটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
এসএ