রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:৩৯, ৬ জুন ২০২৩

মহানগর ডেস্ক

সীতাকুণ্ডে ৭ তক্ষকসহ ৫ জন ধরা

প্রকাশের সময়: ১৮:৩৯, ৬ জুন ২০২৩

মহানগর ডেস্ক

সীতাকুণ্ডে ৭ তক্ষকসহ ৫ জন ধরা

ছবি সংগৃহিত

সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকা থেকে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তক্ষক পাচারে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (৫ জুন) মহাসড়কের কিং অফ কুমিরা কনভেনশন হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

এরা হলো- মো. জাহাঙ্গীর আলম (৪৭), মো. মুক্তার হোসেন (৪৫), মো. নীলচাঁন শেখ (২৬), মো. আলী আকবর শেখ (৩০) ও ইমাম শেখ (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষক উদ্ধার করা হয়। পরে তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের নিকট হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 

এসএ