
ছবি প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই পথে আনা ৩ হাজার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
সোমবার (৫ জুন) রাত দেড়টায় মিরসরাই উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদচারি সেতুর নিচে চোরা চালানটি জব্দ করা হয়। এসময় শাড়ি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও দুই চালককে আটক করা হয়েছ।
আটক দুজন হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও খৈয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকার নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে দুটি মাইক্রোবাস আটক করা হয়। পরে আটক মাইক্রোবাস দুটি থেকে ৩ হাজার ৫টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি জানায়, ফেনী জেলার ভারতীয় সীমান্ত দিয়ে আনা চোরা চালানের এসব শাড়ি চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
এসএ