রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:১৮, ২০ মে ২০২৩

মিরসরাই প্রতিনিধি

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাংলাদেশের মর্যাদার প্রতীক’

প্রকাশের সময়: ১৯:১৮, ২০ মে ২০২৩

মিরসরাই প্রতিনিধি

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাংলাদেশের মর্যাদার প্রতীক’

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে ফুল দিয়ে বরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শনিবার সকালে প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি উন্নয়ন বোর্ডের সুপার ডাইকসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়া বেজার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। 

মতবিনিময় সভায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাংলাদেশের মর্যাদার প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি উন্নয়ন বোর্ড ও বেজার উন্নয়ন কাজ সন্তোষজনক। পানি সম্পদ মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে যে কোন উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর। 

এতে অন্যানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুকসহ বেজা ও পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এসএ