রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:১৩, ৯ মে ২০২৩

মহানগর ডেস্ক

বাঁশখালীতে কৃষক হত্যা মামলা জড়িত ২ আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ১৬:১৩, ৯ মে ২০২৩

মহানগর ডেস্ক

বাঁশখালীতে কৃষক হত্যা মামলা জড়িত ২ আসামি গ্রেফতার

ছবি প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে র্যাব সোর্স সন্দেহের জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) ভোরে সরল এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) সরল ইউপির হাজীরখীল এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে। অপরজন একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮)।

পুলিশ জানায়, সরল ইউনিয়নে হাজীরখীল এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জের ধরে খুনের ঘটনা ঘটে। ইউপি সদস্য জাফরের ছেলে মোর্শেদের সাথে হামিদ উল্লাহর মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ ছিল। এছাড়াও জায়গা দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকার কথা শোনা যায়। এ নিয়ে গত সোমবার ভোররাতে খুনের ঘটনাটি ঘটে। নিহত হামিদ উল্লাহর বাড়ি ঘেরাও করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে তুলে খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। পূর্বেও জোড়া খুনের ঘটনাও ঘটেছিল ওই এলাকায়। 

এ ঘটনায় নিহত হামিদ উল্লার স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে  এজহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। হামিদ উল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ২ জন আসামিকে গ্রেফতার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, একটি চৌকস আভিযানিক দল সরল এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হামিদ উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও আনোয়ারকে (২৮) গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসএ