
প্রতীকী ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ফারিহা (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
সোমবার (২৭ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের চৌধুরী পাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফারিহা ওই এলাকার মো. আবছারের কন্যা।
নিহত শিশুর চাচা মিশকাত জানান, শিশু ফারিহা বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে শিশু ফারিহার লাশ ভাসতে দেখেন তার মা। এসময় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
এসএ