সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৪০, ২৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

বাঁশখালীতে ১০ দোকানি গুনল অর্ধলাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ১৭:৪০, ২৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

বাঁশখালীতে ১০ দোকানি গুনল অর্ধলাখ টাকা জরিমানা

প্রশাসনের অভিযান। ছবি প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে মুদি দোকান, ফার্মেসি, খাবার হোটেলসহ ১০ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বৈলছড়ি ও চেচুরিয়া বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য পণ্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে নর্দমার পাশে রান্নাঘর স্থাপন ও খাবার পরিবেশন করা, ড্রাগ লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মুদি দোকান, ফার্মেসি, খাবার হোটেলসহ ১০টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এসএ