সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:৩৮, ২২ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

হরিণ শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

প্রকাশের সময়: ১৯:৩৮, ২২ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

হরিণ শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

হরিণ শিকারের অপরাধে আটক ৫ জন

সংরক্ষিত বন থেকে হরিণ শিকারের অপরাধে পাঁচজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার থেকে তাদের আটক করেন বন বিভাগের কর্মীরা।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাঁশখালী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান তাদের এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-  মোহাম্মদ হোসেন (৪০), মো. মনজুর (৩০), মো. জসিম (২১), মো. নেজাম (২০) ও মো. কালু (১৮)। তারা বনাঞ্চল থেকে বনমোরগ, হরিণসহ আরও বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে সেগুলো বিক্রি করতেন।

সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনের একটি পাহাড় থেকে মায়া হরিণটিকে জালে আটকে ফেলে তারা। এরপর সেটিকে জবাই করে বাঁশের সঙ্গে ঝুলিয়ে কাঁধে নিয়ে লোকালয়ে ফিরছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা তাদের আটক করেন। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেকে হরিণ শিকারের দায় স্বীকার করেন। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা জবাই করা হরিণটি মাটি চাপা দেওয়া হয়েছে।

এসএ