সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:২৮, ২১ মার্চ ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে পুড়েছে তিন বসতঘর 

প্রকাশের সময়: ১৮:২৮, ২১ মার্চ ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে পুড়েছে তিন বসতঘর 

বসতঘরে আগুন। ছবি প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনের তিন বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে আটকা পড়ে শারীরিক প্রতিবন্ধী এক মহিলা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ পরিবার।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোকদন্ডি গ্রামের কাজীর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনে আহত খালেদা বেগম (৩২) স্থানীয় নুরুল ইসলাম মেয়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ক্ষতিগ্রস্থরা হলেন- মো. করিম, মো. ইসমাইল, মো. শামশু মিয়া, মো. এন্তু মিয়া, মো. নুর ইসলাম, মো. ইলিয়াছ, মো. মামুন, মো. শাকিল, আনোয়ারা বেগম ও মো. হাছান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আনুমানিক দুপুর ১২টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনচালা তিন বসতঘরের দশ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, আমরা সাড়ে ১২টার সময় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে যাওয়ার সড়কটি খুবই ছোট হওয়ায় আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। ভ্যানে করে পাম্প মেশিন ঘটনাস্থলে নিয়েই দীর্ঘ দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। 

এসএ