সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:২৮, ১১ মার্চ ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে অস্ত্রসহ র‌্যাবের হাতে যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ২০:২৮, ১১ মার্চ ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে অস্ত্রসহ র‌্যাবের হাতে যুবক গ্রেফতার

অস্ত্রসহ আসামি ধরা

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ মো. হারুন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

শুক্রবার (১০ মার্চ) রাত আনুমানিক ১১টায় পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার হারুন উপজেলার দক্ষিণ জলদির মো. আলী প্রকাশ মাহাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টায় পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হারুন নামে এক যুবকের দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তায় জব্দ অস্ত্র ব্যবহার করত। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ