সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:৫৪, ১১ মার্চ ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

অস্ত্রসহ ওয়ারেন্টের আসামি গ্রেফতার 

প্রকাশের সময়: ১৯:৫৪, ১১ মার্চ ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

অস্ত্রসহ ওয়ারেন্টের আসামি গ্রেফতার 

ওয়ারেন্টের আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা এলাকায় অস্ত্র ও কার্তুজসহ কায়কোবাদ মঞ্জু (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বন মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ। 

শনিবার (১১ মার্চ ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার সময় উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মিরেরখিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কায়কোবাদ মঞ্জু একই এলাকার মৃত অছি আহমেদের ছেলে।

তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল ফারাজ জুয়েল।

তিনি বলেন, বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কায়কোবাদ মঞ্জু (৪২)। তাকে ওই মামলায় ধরতে গিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আজ (শনিবার) দুপুরে  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এসএ