রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৫১, ৬ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

খাগড়াছড়িতে প্রথমবার পার্বত্য আবৃত্তি উৎসব

প্রকাশের সময়: ১৬:৫১, ৬ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

খাগড়াছড়িতে প্রথমবার পার্বত্য আবৃত্তি উৎসব

পার্বত্য আবৃত্তি উৎসব

খাগড়াছড়িতে প্রথমবারের মতো দিনব্যাপী পার্বত্য আবৃত্তি উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং ‘সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের’ আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উৎসব। আবৃত্তির পাশাপাশি পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।

আবৃত্তি উৎসবে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের আড়াই শতাধিক শিল্পীরা অংশ নেন।

আয়োজকরা মনে করেন, এই উৎসবের মাধ্যমে পাহাড় আর সমতলের আবৃত্তি শিল্পীদের একটি সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে। এই উৎসবরে মধ্যে দিয়ে এই জেলার নতুন কবিদের অনুপ্ররেণা যোগাবে।

উৎসবে বাংলা কবিতার পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, তনচংগ্যা ও অহমিয়া ভাষায় কবিতা আবৃত্তি করেন শিল্পীরা।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজন্দ্রে লাল ত্রিপুরা।

তিনি বলেন, ‘যে কোনো জাতির ভাষা-শিল্প ও সংস্কৃতি সামগ্রিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি। পার্বত্য এলাকার ভাষা সংরক্ষণে সরকার প্রাথমিক স্তরে বিনামূল্যে বই প্রদান করেছে। প্রশিক্ষিত শিক্ষক তৈরির জন্য জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।’

পার্বত্য আবৃত্তি উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক প্রদীপ চৌধুরী।

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুধীন কুমার চাকমা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, প্রগতি সংঘ-খাগড়াছড়ির সভাপতি মো. জান-ই আলম আবৃত্তি জোটের সভাপতি ফারুক ক্তাহের  এবং আবৃত্তি জোটের সহসভাপতি বনকুসুম বড়ুয়া।

উৎসবে একক কবিতা আবৃত্তি করেন কবি হোসাইন কবির, কবি বিজন মজুমদার, কবি মথুরা বিকাশ ত্রিপুরা, কবি চিংলামং চৌধুরী, কবি মৃত্তিকা চাকমা, কবি রিপন তালুকদার, আবৃত্তি শিল্পী বীর বিক্রম ত্রিপুরা ও হারুন-অর রশিদ, কবি শুভ্রজ্যোতি চাকমা, আবৃত্তি শিল্পী সুপ্তা চাকমা, প্রতিভা ত্রিপুরা, কবি মলয় কিশোর ত্রিপুরা, লাপ্রুসাইন মারমা, পঙ্কজ আসাম, অজিত কুমার তঞ্চগ্যা, ঝুমালিয়া চাকমা, পূর্ণা চাকমা, মুকুল কান্তি ত্রিপুরা, আবৃত্তি শিল্পী জেকি চাকমা, প্রভাষক পারভীন আকতার এবং মুহাম্মদ শহীদউল্লাহ।

সম্মিলিত আবৃত্তি জোট-চট্টগ্রামের সদস্য সংগঠন ছাড়াও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ-বান্দরবান, উজানী আবৃত্তি সংসদ-খাগড়াছড়ি, বিশ্ব ভরা প্রাণ-খাগড়াছড়ি, নোয়ারাম চাকমা সাহিত্য সংসদ, চাকমা সাহিত্য বাহ, জেলা সাহিত্য পরিষদ-খাগড়াছড়ি এবং দীঘিনালা উপজেলার ‘দীপালোক আবৃত্তি অঙ্গন’।

এসএ