মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দুই ইউপি চেয়ারম্যানকে আ.লীগের ক্ষমা

প্রকাশের সময়: ১৯:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দুই ইউপি চেয়ারম্যানকে আ.লীগের ক্ষমা

ক্ষমা প্রদর্শনের চিঠি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় চার ইউপি চেয়ারম্যানকে দল থেকে অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ। নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়েছেন তাঁরা। তাদের মধ্যে এবার দুই ইউপি চেয়ারম্যানকে সংগঠনের স্বার্থপরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে তাদের ক্ষমার বিষয়টি জানান দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহানগর নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। 

ক্ষমা পাওয়া দুইজন হলেন- বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম ও লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। 

আওয়ামী লীগের ক্ষমার বিষয়ে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম অবগত হলেও অন্যদিকে ক্ষমার বিষয়ে এখনও জানেন না বলে জানিয়েছেন লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। 

অন্যদিকে, আওয়ামী লীগের ক্ষমা না পাওয়া দুই ইউপি চেয়ারম্যান হলেন- ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুদ্দৌলাহ দুলাল ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিয়া।

চিঠিতে লেখা হয়- জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীর অভিযোগে ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গিকার ব্যক্ত করেছেন। 

এমতাবস্থায় গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো। ভবিষ্যতে ফের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার মহানগর নিউজকে বলেন, নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ইতোমধ্যে আমরা জেনেছি বেতাগী ও লালানগর ইউনিয়নের দুই ইউপি চেয়ারম্যানকে ক্ষমা করা হয়েছে।

এসএ