রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২১:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর 

প্রকাশের সময়: ২১:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর 

আগুন। ছবি-প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে তিনটি কাচা বসতঘর। এ সময় আগুনের উত্তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আজিমনগর কাইট্টইল্লা বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আধাঘন্টা বন্ধ থাকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যানচলাচল। 

আগুনে কন্ট্রাক্টর ইব্রাহীম, আজম আলী ও সালাউদ্দিনের তিনটি বসতঘর পুড়ে যায়। এতে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের দাবি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইব্রাহীমের মা জরিনা বেগম তার জরুরি কাগজপত্র ও স্বর্ণালংকার হারিয়ে পাগলপারা হতে। পুড়িয়ে যাওয়া জিনিসপত্রের সামনে বসে আহাজারি করছেন তিনি।

ক্ষতিগ্রস্ত ইব্রাহীম মহানগর নিউজকে বলেন, বাড়িতে থাকা নগদ ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ইব্রাহীমের।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, হঠাৎ আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের অবশিষ্ট কিছুই নেই, সব হারিয়ে প্রায় নিঃস্ব তারা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান মহানগর নিউজকে বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এসএ