
কাঁচায় বন্দি গন্ধগোকুল
বাঁশখালীর লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় গন্ধগোকুল নামে একটি প্রাণি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার ভাদালিয়ায় স্থানীয়দের কাছে বন্দি এই বিরল প্রজাতির গন্ধগোকুল (খাটাশ) উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, গন্ধগোকুল প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণি। রাতে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকার লোকালয়ে দেখতে পেয়ে স্থানীয়রা প্রাণিটির ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধরা পরে গন্ধগোকুল। পরে তারা একটি খাঁচায় বন্দি করে রাখে। এ খবর পেয়ে প্রাণিটি উদ্ধার করার পর আজ (শনিবার) বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।
বনবিভাগের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণির তালিকায় উঠে এসেছে গন্ধগোকুল। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি ধরা বা শিকার করা সম্পূর্ণ বে-আইনি। স্থানীয় ভাষায় প্রাণিটি এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। এরা তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত।
এসএ