
পুলিশ সদস্যের স্ত্রী রিপা আক্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১৬ দিন আগে নিখোঁজ হওয়া পুলিশ সদস্যের স্ত্রী রিপা আক্তারকে (২১) আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় উদ্ধার গৃহবধূ রিপা আক্তারকে আদালত সেফহোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম।
এর আগে সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি ব্রিজ এলাকায় কথিত বান্ধবীর বসতঘর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ গৃহবধূ উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা মোহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ সাইফুল ইসলামের স্ত্রী।
গৃহবধুর স্বামী মুহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি রাঙ্গুনিয়ায়। তবে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানে (এপিবিএন) চাকরির সুবাদে তিনি থাকেন খাগড়াছড়ির মহালছড়িতে।
সাইফুল ইসলাম জানান, গত ১৫ জানুয়ারি তিনি তার কর্মস্থল খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএনে কর্মরত ছিলেন। তার বড় ভাই মোবাইল ফোনে তার স্ত্রীর নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘরে এসে জানতে পারেন ১৪ জানুয়ারি রাতে সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে গেছে তার স্ত্রী। যাওয়ার সময় নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়রি করেন তিনি।
পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি রাতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয় গৃহবধূ রিপা আক্তার। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করে থানায়। উভয়ের অভিযোগ আমলে নিয়ে নিখোঁজ গৃহবধূর খোঁজ নিতে শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে একপর্যায়ে জানা যায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থান করছে ওই গৃহবধূ। সেখানে গেলে তার কথিত এক বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
গৃহবধূ উদ্ধারের বিষয়ে তথ্য নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, পুলিশ সদস্য সাইফুল ইসলামের স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে রহস্যের জট সৃষ্টি হয়। নিখোঁজকে ঘিরে থানার উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে। গোপন সংবাদের মাধ্যমে আমরা নিখোঁজ গৃহবধূকে আনোয়ারায় কথিত প্রেমিকের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ