সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৩৫, ১৫ জানুয়ারি ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে হত্যা মামলার আসামি কালু গ্রেফতার

প্রকাশের সময়: ১৬:৩৫, ১৫ জানুয়ারি ২০২৩

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে হত্যা মামলার আসামি কালু গ্রেফতার

হত্যা মামলার আসামি গ্রেফতার

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রামে রিকশা চালক কোরবান আলী হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১২টার সময় অভিযান চালিয়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মালেকের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি জমির উদ্দিন প্রকাশ কালু চোরা পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ড এলাকার সাবেক মেম্বার মৃত জাকেরের ছেলে।

পুলিশ জানায়, রিকশাচালক কোরবান আলী হত্যাকাণ্ডের মামলার আসামী মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। এসময় ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় হত্যার ঘটনার দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পরপরই বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেফতার করেন। আজ (রোববার) জবানবন্দি নিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রিকশায় যাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দা দিয়ে রিকশাচালককে এলোপাথারি কোপাতে শুরু করেন। এতে তার ঘাড়, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় আহত কোরবান আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসএ