
প্রতীকী ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে পুকুরে ডুবে সাবরিনা সোলতানা রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) উপজেলার শীলকূপ ইউনিয়নের সেইন্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল ১০টার সময় বাড়ির পাশে সংলগ্ন পুকুরে ডুবে মারা যায় শিশু রাফি। নিহত শিশু সাবরিনা ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিমের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, 'শিশু রাফি সবার অগৌচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন।
শিশু রাফিকে হাসপাতালে নিয়ে আসলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেডি