
ফাইল ছবি
অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আজ শুক্রবার। বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজ চলাচলের জন্য সিদ্ধান্ত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সেন্টমার্টিনের উদ্দেশে দুটি জাহাজ ছেড়ে যাবে। পরে পর্যায়ক্রমে বাকিগুলো চলাচল করবে।
বিআইডব্লিটিএ -এর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক নয়ন শীল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে মিটিংয়ে টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের জন্য মতামত চাওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত থাকার কারণে সবাই তাতে সম্মতি জানান।
গত বছরের মার্চ মাসে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
কেডি