সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:৪৩, ১১ জানুয়ারি ২০২৩

লোহাগাড়া প্রতিনিধি 

‘ঋণের কিস্তি’ দিতে না পেরে মৃত্যুর পথ বেছে নিলেন বাদশা

প্রকাশের সময়: ১৩:৪৩, ১১ জানুয়ারি ২০২৩

লোহাগাড়া প্রতিনিধি 

‘ঋণের কিস্তি’ দিতে না পেরে মৃত্যুর পথ বেছে নিলেন বাদশা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ফরিয়াকুল এলাকা থেকে এনামুল হক বাদশা (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ওই ব্যক্তির নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতের চাচাত ভাই মো. কামাল উদ্দিন মহানগর নিউজকে বলেন, গতকাল রাতের খাওয়া সেরে নিজের শোবার ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টায় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। দরজা না খুললে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পারিবারিক কারণে বাদশা বিভিন্ন এনজিও থেকে বউয়ের নামে ঋণ নিয়েছিল। ঋণের কিস্তির টাকা ব্যবস্থা করতে না পেরে তার মধ্যে হতাশা তৈরি হয়।  এ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। 

লোহাগাড়া থানার থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক ) হাসপাতালের কলেজ মর্গে পাঠানো হবে।
 

কেডি

সম্পর্কিত বিষয়: