সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:৩২, ৯ জানুয়ারি ২০২৩

লোহাগাড়া প্রতিনিধি

ফসলি জমির মাটি পাচার, ৫০ হাজার টাকা জরিমানা 

প্রকাশের সময়: ১৯:৩২, ৯ জানুয়ারি ২০২৩

লোহাগাড়া প্রতিনিধি

ফসলি জমির মাটি পাচার, ৫০ হাজার টাকা জরিমানা 

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়ার দায়ে মোস্তাফিজুর রহমান একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পদুয়া  ইউনিয়নের ধলিবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোস্তাফিজুর রহমান নামে একজনকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, জমির উর্বরা মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় ঘটছে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ