বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:৫৯, ৯ জানুয়ারি ২০২৩

বান্দরবান প্রতিনিধি

দুর্গম পাহাড়ে অভিযান, ১০ অস্ত্রসহ ৩ জঙ্গি ধরা

প্রকাশের সময়: ১৮:৫৯, ৯ জানুয়ারি ২০২৩

বান্দরবান প্রতিনিধি

দুর্গম পাহাড়ে অভিযান, ১০ অস্ত্রসহ ৩ জঙ্গি ধরা

বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযানে ৩ জনকে আটক করা হয়। 

সোমবার (৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম ছাগলখাইয়া এলাকায় গত কয়েকদিন ধরে অপারেশন চালিয়ে আসছে সিটিটিসির পুলিশ সুপার ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল। সম্প্রতি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ ওঠা জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া'র বিরুদ্ধে এই অভিযানে ৩টি দেশিয় তৈরি পিস্তল, ৬টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় বেতেরঝিরি এলাকার কবির আহমদসহ ৩ জঙ্গিকে আটক করা হয়। বাকি দুজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

এসএ