
চট্টগ্রামের লোহাগাড়ায় গৃহবধূ রিনা খাতুনের (৩০) আত্মহত্যার ঘটনায় স্বামী সিরাজুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) সকালে নিহত গৃহবধূর ছোটভাই মো. শিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় স্বামী সিরাজুল ইসলামকে পুলিশ আটক করে আদলতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন মহানগর নিউজকে বলেন, নিহতের ছোটভাই মো. শিপন ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সিরাজুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা এখনও আমরা নিশ্চিত নই। ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।
এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নে রশিদের পাড়ার এআর টাওয়ারের নিচে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়৷
নিহত রীনা খাতুন পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নিহতের বাপের বাড়ি পাবনা সদরের পৌর এলাকার হাজিরহাট এলাকায়।
এআই