রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:৫৭, ২৬ নভেম্বর ২০২২

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ৭০০ ইয়াবাসহ ধরা খেল ব্রাজিল সমর্থক

প্রকাশের সময়: ১৯:৫৭, ২৬ নভেম্বর ২০২২

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ৭০০ ইয়াবাসহ ধরা খেল ব্রাজিল সমর্থক

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (২৩) নামে এক ব্রাজিল সমর্থক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। 

সে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মিড়া পানির ছড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের পুত্র। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাজিলের জার্সি পরিহিত ছবিসহ ইয়াবা পাচারকারী ওই যুবককে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়ছে। এসময় তার পরনে ছিল ব্রাজিলের জার্সি।

ইয়াবা উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এআই