
চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এবং ইন্টারনেটে আসক্তি ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুউদ্দীন মজুমদার, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন প্রমুখ।
মেলায় উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছে।
এআই