সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:২১, ২২ নভেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

ফলের রাজধানী এখন পার্বত্য চট্টগ্রাম : পার্বত্য মন্ত্রী

প্রকাশের সময়: ১৭:২১, ২২ নভেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

ফলের রাজধানী এখন পার্বত্য চট্টগ্রাম : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দিকদির্দেশনায় উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় পাহাড়ে ইতোমধ্যে অর্থনৈতিক বিপ্লব শুরু হয়ে গেছে। পাহাড়ের এক ইঞ্চি জায়গা খালি থাকবে না। দেশ-বিদেশী সবধরনের ফল-ফলাদী ও সবজি উৎপাদিত হচ্ছে পাহাড়ে। এখন ফলের রাজধানী যদি বলা হয় তা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

এর আগে তিনি রামগড়ের মহামুনী বৌদ্ধ বিহার অনাথাশ্রম নির্মাণকাজ পরিদর্শন ও রামগড় বাজারে সুলতান স্মৃতি ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া জিওবির অর্থায়নে ইউএনডিপি ও জেলাপরিষদের প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন রামগড়ের পাতাছড়ার থলিবাড়ীতে কাজু বাদাম ও কফি বাগানের প্রকল্প এলাকা পরিদর্শন করেন। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম কামালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআই