
সাজেকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘হেলিপ্যাড’। কারণ, পর্যটকরা এখানেই সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন। কিন্তু পর্যটকদের ভুলে সেই হেলিপ্যাডই বন্ধ করে দিয়েছে। চারপাশে দেয়া হচ্ছে কাঁটা তারারের বেড়া।
জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য ‘হেলিপ্যাড’ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সাজেকের রিসোর্টের মালিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, পর্যটকরা সাজেকের হেলিপ্যাডের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন না। কেউ উচ্চশব্দে গান বাজান, আবার অনেকের নেশাদ্রব্য গ্রহণের বিষয় সামনে এসেছে। এ কারণে নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যটকদের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এআই