সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:৫৯, ১৭ নভেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

বিজিবি জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 

প্রকাশের সময়: ২০:৫৯, ১৭ নভেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

বিজিবি জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 

খাগড়াছড়ির রামগড় হাইস্কুল মাঠে জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাব চা বাগান একাদশ ও রহমতপুর সেতু নির্মাণ ক্রীড়া সংঘ অংশগ্রহণ করে। সেতু নির্মাণ ক্রীড়া সংঘ চা বাগান একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, এ খেলা আয়োজনের প্রধান লক্ষ্য যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখা এবং জোনের দায়িত্বপূর্ণ জনসাধারণের শান্তি, সম্প্রীতি ও সোহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। 

তিনি বলেন, আমি বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ ধরনের খেলাধুলা আমাদের শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতাও বাড়ায়। তাই সুস্থভাবে বেঁচে থাকতে হলে খেলার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভা মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, সহকারী পরিচালক রাজু আহমেদ, ওসি মো. মিজানুর রহমান ও সাংবাদিকসহ গণ্যমান্য বক্তিবর্গ।

এসএ