রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি 

রামগড়ে অর্ধকোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশের সময়: ১৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি 

রামগড়ে অর্ধকোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

রামগড়ে সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে জব্দ করা ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়ন। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিচ ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জবনী সোরা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি ৪৩ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।

এআই