বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:৪৬, ২২ জুলাই ২০২২

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ১২:৪৬, ২২ জুলাই ২০২২

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে আফিয়া ছালেহা রিফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলার জনার কেঁওচিয়া খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। রিফা ওই এলাকার আবু ছালেহের মেয়ে।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়ার ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাড়ির ভেতরে একটি শ্যাম্পুর বোতল নিয়ে শিশুটি খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে বাথরুমে চলে যায় সে। বাথরুমে থাকা একটি বালতির পানিতে শ্যাম্পুর বোতলটি বালতিতে পড়ে গেলে শিশু সেটি নেওয়ার চেষ্টা করার সময় সেও উপুড় হয়ে পড়ে যায়। কিন্তু মাথা পানির নিচে থাকায় সে আর উঠতে পারেনি। এতে শিশুটি মারা যায়। এসময় বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। 

নিহত শিশুর বাবা আবু ছালেহ জানান, সকালে তারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। সে সময় আফিয়া সবার অগোচরে বাথরুমে চলে যায়। একপর্যায়ে বালতির সামান্য পানিতে উপুড় হয়ে (পা ওপরের দিকে, মাথা নিচের দিকে) পড়ে থাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
 

এআই