
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটি জেলা সনাতন যুব পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাঙামাটির বিভিন্ন সনাতনী সংগঠনসহ সর্বস্তরের সনাতনী সমাজের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অজিত শীলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি উজ্জল চৌধুরী। এছাড়াও সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব সিংহ, রাঙামাটি মেডিকেল কলেজ বাণী অর্চনা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ সমবায় সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, রাঙ্গামাটি রাধা রাস বিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলাসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সর্বশেষ নড়াইলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয়। অতীতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়া এইসব সাম্প্রদায়িক হামলার জন্য দায়ী। বক্তারা অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান
এআই