রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৫:০৭, ১৮ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাইয়ে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের সময়: ১৫:০৭, ১৮ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাইয়ে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

রাঙামাটির কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া ফরেস্ট এলাকায় পাহাড়ি আঞ্চলিক দলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৮ জুুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। তিনি জানান, হেডম্যান পাড়া ফরেস্ট এলাকায় সশস্ত্র দুটি সন্ত্রাসী দলের মধ্যে প্রায় ১০ থেকে ২০ মিনিট গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির শব্দ শুনে পাড়ার লোকজন আতঙ্কে নদীর ওপারে নিরাপদে আশ্রয় চলে যান। এ সময় চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। 

তিনি আরও জানান, এখানে জেএসএস (সন্তু লারমা) নামে একটি দল আছে। তবে নতুন করে অন্য একটি দল প্রবেশ করতে পারে। যার ফলে মনে হয় এ ঘটনা ঘটেছে। বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরম ইউপি সদস্য আলম ফোন করে জানান যে এলাকায় সশস্ত্র দুইটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংবাদ শুনে আমাদের পুলিশ টহল দল ঘটনাস্থলে পৌঁছে। 

সর্বশেষ দুপুর দু'টার পর ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করলেও এই ঘটনায় এখনও চিৎমরমবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এআই