সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:০৯, ১৪ জুলাই ২০২২

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

প্রকাশের সময়: ১৬:০৯, ১৪ জুলাই ২০২২

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক শহর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে জেলা যুবদল, শহর যুবদল ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পৌরসভার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ পালন করে যুবদলের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। 

এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু, আকমল সেলিম মিরন, জিয়াউল হক মিল্কি টিটু, আইয়ুব আলী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউছুপ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা ও পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, আব্দুল শুক্কুর, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইউনুছ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিল মিলু, কাউখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মিন্টু কান্তি দে, যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম, মো. ইসমাইল, মো. হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার হত্যার রাজনীতিতে মেতে ওঠেছে। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম, হত্যা করা হয়েছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে বিএনপির জনপ্রিয় নেতাদের টার্গেট করে গুম, হত্যার পথ বেছে নিয়েছে। বেগম জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসএ