
চট্টগ্রামের বাঁশখালীতে হত্যাসহ নয় মামলার আসামি আলী নবী প্রকাশ নবী মেম্বারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আলী নবী মেম্বার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের মৃত আমির আলীর ছেলে।
বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার গণ্ডামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গণ্ডামারা এলাকায় অভিযানে যায় র্যাব-৭। এসময় নয় মামলার এজাহারভুক্ত ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলী নবী ওরফে নবী মেম্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নয়টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আলী নবী মেম্বার দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান লেয়াকত আলীর যোগসাজশে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। প্রভাবশালী হওয়ায় এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না।
এদিকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আলী নবীকে বাঁশখালী আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেডএইচ