সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:০১, ১৪ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও চারা বিতরণ

প্রকাশের সময়: ১২:০১, ১৪ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও চারা বিতরণ

রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও চারা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পরিষদের সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও অগ্নি দুর্গতদের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বরসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের উন্নয়নে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতার কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম, সার, বীজ, চারা বিতরণ করছে। কৃষকের কথা একমাত্র আওয়ামীলীগেই চিন্তা করে। তাদের পাশে থাকার চেষ্টা করে। পাহাড়েও কৃষিকাজের মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

আলোচনা সভা শেষে ১৮টি পাওয়ার টিলা, ৪৫টি পাওয়ার পাম্প, ১২ হাজার ফলদ ও বনজ চারা এবং ৯০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় ১৪ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এক লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

এআই