
মিরসরাইয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ১০৫ টাকাসহ তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২২ জুন) দিবাগত রাত ১২ থেকে ৩টা পর্যন্ত করেরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের জহিরুল হকের পুত্র এমদাদুল হক হৃদয় (২২), একই গ্রামের কোরবান আলীর পুত্র মো. নূর হোসেন (২৬) ও খায়েজ আহম্মদের পুত্র মো. হানিফ (২৬)।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২ টা থেকে ৩টা পর্যন্ত করেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।
এআই