সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৮:৫৭, ২৩ জানুয়ারি ২০২২

কক্সবাজার, প্রতিনিধি

চকরিয়ায় সালিশি বৈঠকে যুবক খুন

প্রকাশের সময়: ০৮:৫৭, ২৩ জানুয়ারি ২০২২

কক্সবাজার, প্রতিনিধি

চকরিয়ায় সালিশি বৈঠকে যুবক খুন

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বদরখালীতে জমি সংক্রান্ত সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. বদন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও তিন সদস্য।

২৩ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  নিহত যুবক ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য বদরখালী সময়বায় সমিতি কার্যালয়ে এসেছিলেন বদন ও তার ভাইয়েরা। প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। বৈঠকের এক পর্যায়ে  প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো. ছোটন, মো. সাগর ও মো. রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলে পড়ে। তাদের এলোপাতাড়ি দায়ের কোপে ও ছুরিকাঘাতে বদন মারা যায়। আহত হয়েছে তার তিন ভাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

কেডি

সম্পর্কিত বিষয়: