সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৯:৪৩, ১৯ জানুয়ারি ২০২২

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ৮ স্কুলের ২২ শিক্ষক করোনা আক্রান্ত 

প্রকাশের সময়: ০৯:৪৩, ১৯ জানুয়ারি ২০২২

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ৮ স্কুলের ২২ শিক্ষক করোনা আক্রান্ত 

করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে (ফাইল ছবি)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৮ বিদ্যালয়ের ২২ শিক্ষকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক সংকট তৈরি হয়েছে। তিনটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে ধার করা শিক্ষক দিয়ে। গত এক সপ্তাহে এ শিক্ষকেরা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার তিন বিদ্যালয়ে ৮ শিক্ষকের করোনা শনাক্ত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক, নজরের টিলা আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের করোনা শনাক্ত হয়।  

এদিকে, গত সোমবার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষক, পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও উত্তর ঘাগড়া সেগুন বাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা শনাক্ত হয়। 

এছাড়া (১৬ জানুয়ারি)  ইছাখালী জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক ও (১২ জানুয়ারি) পোমরা বাচা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনা আক্রান্ত হন।

পোমরা বাচা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছে চারজন, তাদের মধ্যে তিনজনই করোনা আক্রান্ত। তাই নতুন করে এ বিদ্যালয়ে দুজন শিক্ষক দেওয়া হয়েছে। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা আট, তার মধ্যে করোনা আক্রান্ত পাঁচজন। এ বিদ্যালয়ে একজন শিক্ষক দেওয়া হয়েছে।

এছাড়া উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষক আছেন আটজন। তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। একজন প্রশিক্ষণে। এখানেও একজন শিক্ষক দেওয়া হয়েছে।  এ শিক্ষকদের পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব স্কুলে পাঠানো হয়েছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী বলেন, করোনা শনাক্ত হওয়া বিদ্যালয়গুলো সব শিক্ষককে নমুনা পরীক্ষায় জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর সংকটে থাকা বিদ্যালয়গুলোতে অন্য স্কুলের শিক্ষকরা পাঠদান করাচ্ছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, রাঙ্গুনিয়ায় করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে, গতকাল ৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
 

কেডি