
‘বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, বিবাদ থাকা স্বাভাবিক। যেমন মানুষের ঘরেও বিবাদ থাকে। কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের এক হতে হবে। সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে। তাই এখন আর বসে থাকার সময় নেই। জনগণকে সাথে নিয়ে দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।’
সোমবার (১০জানুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আগামী ২৪ জানুয়ারী জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় এসব কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদল সভাপতি জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যা চিং। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি আরেফ উল্লাহ ছুট্টো, সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোরশেদ বিন ওমর। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল ছাড়াও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আগামীতে আরও বৃহৎ আকারে বিএনপির কর্মসূচি পালনের কথা জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান বিএনপি নেতৃবৃন্দ।
এআই