সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

‘সবাই বিদেশ যেতে পারে, কিন্তু খালেদা জিয়া পারে না’- নজরুল ইসলাম

প্রকাশের সময়: ১১:৫৩, ৩ জানুয়ারি ২০২২

কক্সবাজার প্রতিনিধি

‘সবাই বিদেশ যেতে পারে, কিন্তু খালেদা জিয়া পারে না’- নজরুল ইসলাম

বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “যেকোনো সাধারণ মানুষ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না সরকার। উল্টো আইনমন্ত্রী এনিয়ে রসিকতা করে বলেন- ‘বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে’। ডাক্তার শুধু পরামর্শ দিতে পারে। চিকিৎসার জন্য সুযোগ সুবিধা দরকার। সেই সুযোগ সুবিধা দেশে নাই।” 

পুলিশের বাধা উপেক্ষা করে কক্সবাজার জেলা বিএনপির মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়ার মানে হলো তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তিনি শুধু গণতন্ত্রের মা নয়, কোটি কোটি মানুষের মা।  এই মাকে যারা বিদেশ যেতে বাধা দেয় তাদের প্রতি আমাদের ঘৃণা হয়।’

১৪৪ ধারা ভেঙ্গে শহরের ঈদগাহ ময়দানের সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, ‘চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেওয়া হোক। এটি তার মৌলিক অধিকার, মানবিক অধিকার।’

মহা সমাবেশ করতে ১৪৪ ধারার বিষয়ে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা আসে। দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। তাই সরকারের এমন আচরণ’

পুলিশের বাধায় শেষ হওয়া ১০ মিনিটের সেই সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি থাকলেও তা পরে বাতিল করে ১৪৪ ধারা জারি করা হয়। এটি অমানবিকতার পরিচয়। এ কারণে আমরা ওই এলাকা থেকে সরে এসে ঈদগাহ মাঠে সমাবেশ করলাম। এতে আমাদের বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা আক্তার বকুল প্রমুখ।

মহানগর নিউজ/এআই