বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৪৬, ২ জানুয়ারি ২০২২

কক্সবাজার প্রতিনিধি

বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রকাশের সময়: ১৬:৪৬, ২ জানুয়ারি ২০২২

কক্সবাজার প্রতিনিধি

বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

বিএনপি-যুবলীগের পাল্টা-পাল্টি সমাবেশের প্রস্তুতি

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে আগামীকাল ৩ জানুয়ারি বিকাল ৩টায় কক্সবাজার শহরের শহীদ মিনার সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। 

একই দিন ৩০ গজ দূরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা যুবলীগ। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে সোমবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত শহীদ মিনার সড়কের ২০০ মিটার জুড়ে ১৪৪ ধারার ঘোষণা দেয় জেলা প্রশাসন। 

জেলা বিএনপি সূত্র জানায়, বেগম খালেদার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৩ জানুয়ারীর মহাসমাবেশ বিগত এক সপ্তাহ পূর্বে ঘোষণা করে জেলা বিএনপি। এলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন জেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা কমিটি করf iW। ‘চল চল কক্সবাজার চল’ স্লোগানে দলটি জেলায় প্রচারাভিযান চালায়।

এদিকে জেলা যুবলীগ সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করে আসছে।

গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আগামী ৩ জানুয়ারি বিকাল ৩ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশর ঘোষণা দেয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুটি দলই সমাবেশের জন্য আমাদের কাছে আবেদন করেছে। কিন্তু একই সময়ে একই স্থানে দুটি দলের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। বিষয়টি কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেটকে অবহিত করা হয়েছে। 

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এডিএম আবু সুফিয়ান বলেন, বিএনপি ও যুবলীগের সমাবেশের কারণে যেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় সেই কারণে শহীদ মিনারকে কেন্দ্র করে এর চারপাশের ২০০ মিটার এলাকায় সোমবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারার ঘোষণা দেওয়া হয়েছে।

১৪৪ ধারা জারির পরে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে জরুরি বৈঠক চলছে। পরবর্তী করণীয় জরুরী বৈঠকে ঠিক করা হবে।

কক্সবাজার সদর-রামৃু আসনের সাবেক সংসদ এবং কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, আমাদের পরবর্তী করণীয় নির্ধারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হচ্ছে। 
 
কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, জেলা প্রশাসনের ১৪৪ ধারা বাস্তবায়নে জেলা পুলিশ সর্বাত্বক প্রস্তুতি নিয়েছে। কেউ যদি ১৪৪ ধারা ভাঙ্গার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর নিউজ/এআই