সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৮:২৮, ২৮ ডিসেম্বর ২০২১

মিরসরাই প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা 

প্রকাশের সময়: ০৮:২৮, ২৮ ডিসেম্বর ২০২১

মিরসরাই প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা 

বাকেরের ফেসবুক স্ট্যাটাস

মিরসরাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণ। তার নাম বাকের (১৬)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নে পরাগলপুর গ্রামের আলমগীরের পুত্র। সোমবার রাত ১টায় এ ঘটনা ঘটে।  

নিহতের বাবা মো. আলমগীর ঢাকায় থাকেন।  তিনি জানান, রাতে খবর পান তার ছেলে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তিনি জানেন না। 

সোমবার রাত ১২টা ৪৪মিনিটে বাকের তার ফেইসবুক আইডিতে লিখেন, ‘আর ১০ মিনিট পর একজনকে শান্তি করে চলে যাবো না ফেরার দেশে।’

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মাঈন উদ্দিন জানান, প্রেমঘটিত কারণে বাকের আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছে। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, ‘পরাগলপুরে এক তরুণের আত্মহত্যার খবর শুনে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
 

সম্পর্কিত বিষয়: