বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:০১, ২১ ডিসেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

জালনোট প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা

প্রকাশের সময়: ১৯:০১, ২১ ডিসেম্বর ২০২২

রামগড় প্রতিনিধি

জালনোট প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় অগ্রণী ব্যাংক রামগড় শাখার উদ্যোগে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো.আবু হাসনাত তালুকদার। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। প্রধান আলোচক জাল নোটের বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম ব্যবস্থাপক মিন্টু কুমার বড়ুয়া।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এসপিও মো. মনজুরুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অগ্রণী ব্যাংক রামগড় শাখা ব্যবস্থাপক হেফাজতুর রহমান ও স্থানীয় ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব এবং জাল টাকা লেনদেনে জরিমানা ও শাস্তি সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণমুলক আলোচনা করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নরুল আলম আলমগীরসহ সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এআই