বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১০:৫৮, ১৭ ডিসেম্বর ২০২২

মহানগর রিপোর্ট

গাছের সঙ্গে ‘ধাক্কা’ লেগে প্রধান শিক্ষক নিহত

প্রকাশের সময়: ১০:৫৮, ১৭ ডিসেম্বর ২০২২

মহানগর রিপোর্ট

গাছের সঙ্গে ‘ধাক্কা’ লেগে প্রধান শিক্ষক নিহত

মোহাম্মদ আবদুল আউয়াল

খাগড়াছড়ির  দীঘিনালায় সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল (৩৭) নিহত হয়েছেন। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পেয়ার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল আউয়াল খাগড়াছড়ি সদর উপজেলাধীন হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শহরের মোল্লা পাড়া এলাকার নুরন্নবীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল বিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি শেষ করে বিকেল সাড়ে ৫টার দিকে মেরুং এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবদুল আউয়াল। পথে বেলছড়ি এলাকায় কাঁধে গাছ বহনকারী এক ব্যক্তির গাছের সঙ্গে বুকের ডান পাশে ধাক্কা লেগে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, আউয়াল ৩৪তম বিসিএস নন-ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর এপ্লাইড ফিজিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (অনার্স), ১ম শ্রেণি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন।
 

কেডি