
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মো.সাজ্জাদ হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। সাজ্জাদ উপজেলার যোগ্যাছোলা এলাকার মাসুদ রানার ছেলে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বলেন, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানোসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
এদিকে প্রবাসীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তির অভিযোগ, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যজনক কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাতে একসাথে থাকল। একভাই দোকানে মোবাইল রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলা কেটে হত্যা করা হয়েছে।
কেডি