
বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে স্কুলগেইট থেকে নিখোঁজ হয়েছে নাদিয়া সুলতানা জ্যোতি (১২) নামের এক ছাত্রী। সে খাগড়াছড়ির মাটিরাঙার ‘মাটিরাঙা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র সপ্তাম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোয়া ১০ টার দিকে মাটিরাঙা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলছাত্রী উপজেলার মোসাবুল ইসলামের মেয়ে।
বাবা মোসাবুল ইসলাম জানান, আজ সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল জ্যোতি। কিন্তু সকাল ১০:১৬ মিনেটে স্কুলগেট থেকে সে নিখোঁজ হয়। তার ধারণা, জ্যোতিকে অপহরণ করা হয়েছে। এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, তার বয়স ১২ বছর, গায়ের রং শ্যামলা। পরনে নেভিব্লু-সাদা ইউনিফর্ম পরা ছিল।
এআই