বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৩৪, ১৭ অক্টোবর ২০২২

রামগড় প্রতিনিধি

রাতের আঁধারে কলেজছাত্রের ১২০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের সময়: ১৭:৩৪, ১৭ অক্টোবর ২০২২

রামগড় প্রতিনিধি

রাতের আঁধারে কলেজছাত্রের ১২০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে কলেজ পড়ুয়া নাহিদের ‘নাহিদ এগ্রো ফ্রুটস’ নামের একটি ড্রাগন বাগানের ১২০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নাহিদ। 

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে নাহিদের কৃষক পিতা আবুল কাশেম রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এর আগে শনিবার (১৫ অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার কমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রবিবার রাত ১০টার সময় রামগড় থানার উপ-পরিদর্শক  জাকারিয়া ও সোমবার সকালে রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আশুতোষ বিশ্বাস ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার কমপাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে রামগড় সরকারি কলেজের শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা নাহিদ হোসেন (২১) বাড়ির পাশে ২০১৬ সালে প্রথম ড্রাগন গাছ রোপণ করেন। বর্তমানে  প্রায় ৮০ শতক জমিতে বিদেশি ড্রাগন গাছ ও পেয়ারা গাছ বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। তার বাগানে প্রায় ১ হাজারের বেশি ড্রাগন ও শতাদিক ফলবান পেয়ারা গাছ রয়েছে। কিন্তু রাতের আঁধারে কে বা কারা বাগানের ১২০টি ফলবান ড্রাগন গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত নাহিদ হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি  বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাগানটি কষ্ট করে গড়ে তুলেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা আমার অনেক বড় ক্ষতি করে দিল। এসময় যথোউপযুক্ত বিচার চান তিনি । 

স্থানীয় পৌর কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা খুবই দুঃখজনক। তরুণ উদ্যোক্তা নাহিদ দিন-রাত পরিশ্রম করে এ বাগানটি গড়ে তুলেছে। বড় ধরণের ক্ষতি করল দুর্বৃত্তরা। তিনিও দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাগান মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআই