সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:১৫, ৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের সময়: ১৭:১৫, ৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩টার দিকে ডি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। আগুনে শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়েছে। আরও ছয়টি ইউনিট রামু থেকে ঘটনাস্থলে আসছে।

এদিকে আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে কক্সবাজার উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানে মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি ইউনিট।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। কবলিত স্থান থেকে মানুষ ও মালামাল সরানো হয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এসএ