সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:২৭, ২৯ জানুয়ারি ২০২৩

মহানগর রিপোর্ট

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

প্রকাশের সময়: ১৪:২৭, ২৯ জানুয়ারি ২০২৩

মহানগর রিপোর্ট

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

কক্সবাজারের টেকনাফে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরেক ভাইসহ আরও দুজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- মোহাম্মদ হোসেন। আর আহত আরেক ভাই হলেন- মোহাম্মদ ইউনুস।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম জানান, পারিবারিক বিরোধে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ হোসেন জখমপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 

কেডি

সম্পর্কিত বিষয়: